সোনাগাজীতে মহাজোট প্রার্থীর ব্যাপক গণসংযোগ : মাঠে নেই বিএনপি

সৈয়দ মনির আহমদ :

ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর, মঙ্গলকান্দি, আমিরাবাদ, পৌরসভা, সোনাগাজী  ইউনিয়নের ১০টি স্থানে পথসভা ও গনসংযোগ করেছেন ফেনী-৩ আসনে মহাজোট মনোনীত প্রার্থী লেঃ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরি। তিনি বলেন, স্বাধীনতার পক্ষের শক্তি ঐক্যবদ্ধ হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে  বিজয়ের মাসে ৩০ ডিসেম্বর আরেকটি বড় বিজয় দেখবে উন্নয়নমুখি জনগন।

আরও বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফয়েজুল কবির, উপজেলা চেয়ারম্যান কামরুল আনাম, ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জহির উদ্দিন মাহমুদ লিপটন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম খোকন, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, শামসুল আরেফিন, জহিরুল আলম জহির, মোশারফ হোসেন বাদল, পৌর আওয়ামীলীগ সভাপতি- ইমাম উদ্দিন সেলিম,
উপজেলা আওয়ামীলীগ প্রচার সম্পাদক- সৈয়দ দীন মোহাম্মদ, আমিরাবাদ ইউনিয়ন আ.লীগ সভাপতি মফিজুল হক ভূঞা, নবাবপুর ইউনিয়ন আ.লীগ সাধারন সম্পাদক- রুপন শর্মা, সোনাগাজী ইউনিয়ন আ.লীগ সাধারন সম্পাদক- আবু বক্কর সিদ্দিক দুলাল প্রমুখ।
মাসুদ চৌধুরী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, লাঙ্গল প্রতিকে নির্বাচন করছেন। পথসভায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির  বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অপরদিকে প্রতিক বরাদ্দের ৫দিন পরও সোনাগাজী -দাগনভুঞায় বিএনপির প্রার্থী আকবর হোসেনের ধানের  শীষ প্রতিকের কোন প্রচার প্রচারনা দেখা যায়নি। সোনাগাজী উপজেলা বিএনপির  সভাপতি- গিয়াস উদ্দিন জানান, সাংগঠনিক শক্তি থাকা স্বর্তেও কোন্দলই সমস্যা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *