ফেনী প্রতিনিধি :
ফেনীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুইভাই (সহোদর) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি নুর মোহাম্মদ ওরফে মুন্সি(৪৫) ও তার ছোটভাই নুর নবী ওরফে চৌধুরী। শুক্রবার (১৪ডিসেম্বর) সন্ধ্যায় ফেনীর মহিপাল এলাকায় ঢাকা-চট্টগ্রাম হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ছনুয়া থেকে মোটরসাইকেলে ছড়ে দুই ভাই ফেনী শহরে আসছিলেন। মহিপাল এলাকায় ঢাকাগামী একটি বাস তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নুর নবী মারা যান। গুরুতর আহত তার ভাই নুর মোহাম্মদকে প্রথমে ফেনী হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেলে নেয়ার সময় পথিমধ্যে মারা যান। নিহতরা ছনুয়া গ্রামের আব্দুল হাজী ভূঞা বাড়ির মুক্তিযোদ্ধা আবদুস সোবহানের পুত্র।