৭দিনের মধ্যে সড়ক মহাসড়কের পাশে থাকা অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ

গাজীপুর :

আগামী ৭ দিনের মধ্যে সারাদেশের সড়ক মহাসড়কের পাশে থাকা অবৈধ স্থাপনা সরানোর আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার দুপুরে গাজীপুরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শন এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা জানান।

এ সময় তিনি আরো বলেন যে নির্বাচন সারা বিশ্ব স্বীকৃতি দিয়েছে তা নিয়ে প্রশ্ন তোলা ও সংলাপ আহ্বান করা হাস্যকর। ঐক্যফ্রন্টের কোন দাবি থাকলে তা সংসদে এসে বলার আহ্বান জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, এই নির্বাচন আন্তর্জতিকভাবে গণতান্ত্রিক বিশ্ব, গণতান্ত্রিক দেশগুলো এমনকি পাকিস্তান পর্যন্ত স্বীকৃতি দিয়েছে। আজকে দুনিয়ার যে ডেমোক্রেটিক জাতিগুলো সব গণতান্তিক দেশই বাংলাদেশের নির্বাচনকে স্বীকৃতি দিয়েছে, প্রশংসা করেছে, সমাদৃত হয়েছে। এমতাবস্থায় এ ধরণের দাবি হাস্যকর ছাড়া আর কিছুই বলার কোন বিষয় নেই।

পরিদর্শনকালে মন্ত্রীর সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথের ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক সবুজ উদ্দিন খান, গাজীপুরের নির্বাহী প্রকৌশলী সাইফুদ্দিন, এ ডি সি জেনারেল দিদারে আলম মাকসুদ চৌধুরী ও সড়ক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *