জসিম উদ্দিন কাঞ্চন : সোনাগাজীতে স্থানীয় স্বতন্ত্র সাংসদ রহিম উল্যাহর ভাতিজার বালু মহলের ড্রেজার মেশিনে ফের অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।রবিবার গভীর রাতে দুর্বৃত্তরা উপজেলার মুহুরি প্রজেক্ট সংলগ্ন বালু মহলের দুইটি ড্রেজার মেশিনে অগ্নিসংযোগ করে।এতে দুইটি ড্রেজার মেশিন সম্পুর্ন ভস্মিভুত হয়।ঘটনার পর সোমবার দুপুরে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সামছুল আলম সরকার ও সহকারী পুলিশ সুপার (গোয়েন্দা) আমিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে।এ সময় বালু মহলের নৈশ প্রহরী আমিন উল্যাহ পুলিশ কর্মকর্তাদের জানান, রবিবার রাত সাড়ে বারোটার সময় ট্রলার যোগে ১০/১৫ জনের অস্ত্রধারী ঘটনাস্থলে এসে ফাঁকা গুলিবর্ষন করে পেট্রল ঢেলে দুইটি ড্রেজার মেশিনে অগ্নিসংযোগ করে। বিষয়টি দ্রুত স্থানীয় মুহুরি প্রজেক্ট পুলিশ ক্যাম্পের সদস্যদের অবহিত করলে তার পৌঁছার পূর্বে ড্রেজার মেশিনগুলি আগুনে সম্পুর্ন ভস্মিভুত হয়ে যায়।এ বিষয়ে স্থানীয় স্বতন্ত্র সাংসদ রহিম উল্যাহ জানান, রাজনৈতিক বিরোধের জেরে প্রতিপক্ষের সমর্থকেরা বারবার ড্রেজার মেশিনগুলোতে অগ্নিসংযোগ করে।
এতে আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। প্রসঙ্গত. গত ৮ ডিসেম্বর রাতে একই কায়দায় দুর্বৃত্তরা আরো দুইটি ড্রেজার মেশিন পুড়িয়ে দেয়। উক্ত ঘটনায় মডেল থানায় একটি মামলা দেয়া হয়েছিল। এ ঘটনায় মামলা দেয়া হবে।