ফেনী প্রতিনিধি:
সোনাগাজীতে বৃহস্পতিবার বিকেলে ফেনী-৩ এর মহাজোট মনোনীত প্রার্থী মাসুদ উদ্দিন চৌধুরীর সমর্থণে গণ মিছিল ও পথসভা অনুৃষ্ঠিত হয়েছে।
মাসুদ চৌধুরি বলেন, একাদশ সংসদ নির্বাচন জনগন ও দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন। সোনাগাজী ও দাগনভুঞা অঞ্চলের জনগন উন্নয়নের স্বার্থে লাঙ্গলের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। ৩০ ডিসেম্বরের নির্বাচনে মহাজোটের বিজয় সুনিশ্চিত।
জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহমেদ চৌধুরি বলেন, সারাদেশের মত ফেনীর আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়েছে। ঐক্যবদ্ধ আ’লীগকে কেউ হারাতে পারবে না।
বৃহষ্পতিবার (২৭ডিসেম্বর) বিকালে আওয়ামী লীগ কার্যালয়ে অনুৃষ্ঠিত পথসভায় আরও বক্তব্য রাখেন, মিসেস জেসমিন মাসুদ চৌধুরি, এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরি, উপজেলা চেয়ারম্যান কামরুল আনাম, জেলা আ’লীগ সহ সভাপতি আকরাম হোসেন, অভিনেত্রী শমি কায়সার , সাবেক ছাত্রলীগ নেতা জহির উদ্দিন লিপটন, সোনাগাজী পৌর মেয়র অ্যাড, রফিকুল ইসলাম খোকন, উপজেলা অা’লীগের সহ সভাপতি ভুলুমিয়া, সাবেক সাধারন সম্পাদক এড, নাছির উদ্দিন বাহার, পৌর আ’লীগ সভাপতি সেলিম পাটোয়ারী,
উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক শেখ মামুন, ছলিম উল্যাহ সেলিম, প্রচার সম্পাদক সৈয়দ দীন মোহাম্মদ, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, রবিউজ্জামান বাবু, মোশারফ হোসেন বাদল, মোশারফ হোসেন মিলন, কাউন্সিলর নুর নবী লিটন, আইয়ুব খান, মকসুদ আলম, পৌর অা’লীগ নেতা এহতেশামুল হক বিপ্লব প্রমুখ।
এছাড়া, উপজেলার সোনাগাজী, নবাবপুর, মঙ্গলকান্দি, মতিগঞ্জ ও বগাদানা ইউনিয়নের বিভিন্ন গ্রামে লাঙ্গলের ভোট চেয়ে গনসংযোগ করেন মাসুদ চৌধুরি এবং মিসেস জেসমিন মাসুদ চৌধুরি।