মহাজোটের বাইরে দলের প্রার্থীদের সরে দাঁড়ানোর নির্দেশ এরশাদের

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের সিদ্ধান্তের বাইরে জাতীয় পার্টি থেকে আলাদাভাবে যে সব প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন দলটি প্রধান হুসেইন মুহাম্মদ এরশাদ। আজ বৃহস্পতিবার বিকেলে বারিধারায় নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এবারের নির্বাচনে মহাজোট থেকে ২৬টি আসন পেয়েছে জাতীয় পার্টি। এর বাইরে আলাদাভাবে আরও ১৪০টি আসনে উন্মুক্ত প্রার্থী রাখার কথা জানায় জাতীয় পার্টি। দলটির পক্ষ থেকে বলা হয়েছিল- নৌকা নয়, ধানের শীষ ঠেকাতেই এই প্রার্থী দেওয়া হয়েছে।

মহাজোটের বাইরে আলাদা প্রার্থীদের বিষয়ে এরশাদ বলেন, ‘মহাজোট মনোনীত যে সব প্রার্থী আছে তারা ছাড়া অন্যদের সরে যেতে হবে। মহাজোটকে বিজয়ী করার জন্য সকলকে একযোগে কাজ করতে হবে।’

‘শরীরটা ভালো না। শেখ হাসিনার জন্যই আমি দেশে ফিরে এসেছি’ বলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *