শিক্ষার্থীদের পারাপারের জন্য জেব্রা ক্রসিং স্থাপন করেছে মঙ্গলকান্দি ইউনিয়ন ছাত্রলীগ | বাংলারদর্পন

সোনাগাজী প্রতিনিধি : বখতারমুন্সি শেখ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজের  শিক্ষার্থীদের পারাপারের জন্য নিজেদের উদ্যোগে সোনাগাজী -ফেনী অাঞ্চলিক মহাসড়কে  জেব্রা ক্রসিং স্থাপন করেছে মঙ্গলকান্দি ইউনিয়ন ছাত্রলীগ।

সভাপতি মীর এমরান জানান, প্রধানমন্ত্রী দেশরত্ন  শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী শিক্ষার্থীদের পারাপারের সুবিধার্থে  প্রতিটি বিদ্যালয়ের সামনে জেব্রা ক্রসিং স্থাপন করা হচ্ছে।  তারা ব্যাক্তিগত উদ্যোগে সোমবার রাতে কলেজের সামনে ক্রসিং মার্কটি স্থাপন করেছেন।এরপর মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয়ের সামনেও এটি স্থাপন করবেন বলে জানান তিনি। এসময় ছাত্রলীগ নেতারা চালকদেরকে সড়কের নিয়ম মেনে গাড়ী চালানোর জন্য অনুরোধ জানান।

 

#বাংলারদর্পন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *