চট্টগ্রাম প্রতিনিধিঃ প্রায় দেড় কোটি টাকা মূল্যের লেক্সাস কার কিনলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। লেটেস্ট ভার্সনের গাড়িটি চট্টগ্রাম বন্দরের ৪নং জেটি ঘাটে এসে পৌঁছেেছ। গতকাল শনিবার সকালে তিনি নিজেই গাড়িটি
দেখতে যান। কে কে অটোমোবাইলস নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে আমদানিকৃত গাড়িটি কাস্টমস কর্তৃপক্ষ দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করার পর গাড়িটি সিটি মেয়রের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
তবে মেয়রের পারিবারিক সূত্রে জানা গেছে, একমাত্র আদরের সন্তান আবু সায়েদ মো. তানজীবের শখ মেটানোর জন্য তিনি দামী এই কারটি কিনেছেন। তানজীব ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র।
এবিষয়ে জানতে চাইলে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন পূর্বকোণকে বলেন, পারিবারিক ব্যবহারের জন্য গাড়িটি কেনা হয়েছে। ছেলেকে স্কুলে আনা-নেয়ার কাজেও এটি ব্যবহার হবে। উল্লেখ্য, জাপানের তৈরি এজিএল-২০-০০০৩২৫২ ব্রান্ডের গাড়িটি বর্তমানে এই মডেলের লেটেস্ট ভার্সন। উল্লেখ্য যে, নির্বাচনি ওয়াদা অনুযায়ী মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশন হইতে কোন গাড়ি বা অন্যকোন সুযোগ সুবিধা নেননা।