নিউজ ডেস্কঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ২৫ নেতার প্রার্থীতা বৈধ করে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করা হয়েছে।
বুধবার সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তরিকত ফেডারেশনের মহাসচিব রেজাউল হক চাঁদপুরীর পক্ষে রিটটি দায়ের করেন আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমীর।
আবেদনটি আদালতে উপস্থাপনের পর বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য আগামী (২৭ ডিসেম্বর) বৃহস্পতিবার দিন ঠিক করেছেন।