মোঃ আলাউদ্দীন :
রাউজানের পূর্ব গুজরা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ২৫ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার দিনব্যাপী গণসংযোগ করেছেন আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। এসময় তিনি ৯টি নির্বাচনী পথসভা ও প্রধান অতিথির বক্তব্য রাখেন।
গণসংযোগ কালে পূর্বগুজরা ইউনিয়নের ২নং ওয়ার্ডের আয়শা বিবির বাড়ী ও ১০ নং ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রোশাঙ্গীর আলম বাড়ীর পাশ্বস্থ মাঠে এক জনসভা আলহাজ্ব হাফেজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
১০নং পূর্বগুজরা ইউনিয়নের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রোশাঙ্গীর আলম পরিচালনায় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ নুর মোহাম্মদ, জেলা পুজা উদ্যাপন পরিষদের সভাপতি শ্যামল কুমার পালিত, আওয়ামীলীগ নেতা কামরুল ইসলাম বাহাদুর, দৈনিক সংবাদের ব্যুারো প্রদান নিরুপম দাশগুপ্ত, বীর মুক্তিযোদ্ধা ও চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহমেদ, চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল, নোয়াপাড়া কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ম্যালকম চক্রবর্ত্তী, মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিক রুবিনা ইয়াছমিন রুজি, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক স্বপন চৌধুর, সাংবাদিক সাইদুল ইসলাম,
মোহাম্মদ হোসেন মাহমুদ, মফজল হোসেন, শেখ মুজিবুর রহমান,রাউজান উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন,রাউজান উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক দিদারুল আলম মেম্বার , আবুল কাসেম, জসিম উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সভাপতি বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবলীগ, আবদুল কাইয়ুম,স্বপন চৌধুরী,মতি লাল দাশ,জমিরউদ্দীন বাবুল মেম্বার,সুকুমার, মোঃ এনাম, মামুন, জয়নাল, জানেআলাম, নেজাম, হাসানগীর,চলমান,মোঃ আলাউদ্দীন, মোর্শেদ মিজান সুমন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো.আরমান, সাধারণ সম্পাদক ইরফান ফয়েজ, এ সময়ে এলাকা বাসী সহ আরো অনেকএ উপস্থিত ছিলেন।