চট্টগ্রাম ব্যুরো :
চট্টগ্রামের সীতাকুণ্ডে নৌকা প্রার্থীর নির্বাচনী প্রচারণা মিছিলে পেট্রোল বোমা ছুঁড়ে হামলার ঘটনা ঘটেছে। এতে ৪জন দগ্ধ হয়েছেন। হামলায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহেদুল ইসলাম শাহেদ দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে সীতাকুণ্ড উপজেলার মাদাম বিরিহাটে চট্টগ্রাম-৪ আসনে আ. লীগের প্রার্থী আলমের প্রচারের মধ্যে এ হামলা হয়। আহত ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে মেডিকেল পুলিশ ফঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, তাদের মধ্যে জন ৩দগ্ধ। আরেকজন শরীরে কিছুটা আঘাত পেয়েছেন।
এদিকে ভাটিয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিএনপি-জামায়াতের লোকজন অস্ত্র-শস্ত্র নিয়ে আমাদের লোকদের ওপর হামলা করে। এ সময় তারা আমাদের নেতা-কর্মীদের ওপর ২০১৩-১৪ সালের মতো পেট্রোল বোমা ছুঁড়ে মারে। এতে তিনজন দগ্ধসহ ১০ জন আহত হয়। দগ্ধদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
হামলার ব্যাপারে চট্টগ্রাম-৪ আসনের বর্তমান সাংসদ দিদার বলেন, দুপুরে তিনি যখন সমর্থকদের নিয়ে প্রচারণা চালাচ্ছিলেন, তখনই তার কর্মীদের ওপর হামলা করে পেট্রোল বোমা ছোড়া হয়। আমার বিপক্ষের প্রার্থীর লোকজন এ হামলা চালিয়েছে। আমার কর্মীদের মধ্যে অন্তত ১০ জন আহত হয়েছে।
সীতাকুণ্ড আসনে আ. লীগের প্রার্থী দিদারুল আলমের মূল প্রতিদ্বন্দ্বী বিএনপির উত্তর জেলা কমিটির আহ্বায়ক আসলাম চৌধুরীর বড়ভাই ইসহাক কাদের চৌধুরী।
সীতাকুণ্ড মডেল থানার ওসি দেলওয়ার হোসেন বলেন, দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি।