ইবিতে রবীন্দ্র-নজরুল কলা ভবনের উদ্বোধন | বাংলারদর্পন

প্রিতম মজুমদার, ইবি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র-নজরুল কলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুর ১ টায় আলোচনা সভা ও ফিতা কেটে ভবনের উদ্বোধন করা হয়। প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোঃ আলীমুজ্জামান (টুটুল)-এর সভাপতিত্বে এবং পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত)- এইচ. এম. আলী হাসান-এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য ড. মো: হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপ-উপাচার্য ড. মো: শাহীনুর রহমান, ট্রেজারার ড. মো: সেলিম তোহা।

প্রধান অতিথির বক্তব্যে ড. রাশিদ আসকারী বলেন আমরা যে মেগাপ্রকল্পে হাত দিয়েছি তা বাংলাদেশের ইতিহাসে বিরল। এর পরিপূর্ণ কৃতিত্ব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি এ বিশ্ববিদ্যালয়কে নবজন্ম দান করেছেন। উপাচার্য অত্যন্ত আনন্দের সঙ্গে জানান, কলা অনুষদে ফাইন অব আর্টস নামে একটি নতুন বিভাগ যুক্ত হয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে এ বিভাগে শিক্ষার্থীভর্তি শুরু হবে। মেগাপ্রকল্পের অধীনে যে বিশাল কর্মযজ্ঞ তা নির্ধারিত সময়ে সম্পন্ন করার মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় যেন নতুন রূপে জন্মগ্রহণ করতে পারে সেজন্য স্ব-স্ব জায়গা থেকে বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে ভূমিকা রাখার আহবান জানান তিনি।

উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান বিশেষ অতিথির বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মানের উন্নয়নের জন্য আমাদের মানের উন্নয়ন দরকার। বিশ্ববিদ্যালয়ে সুযোগ্য শিক্ষক নিয়োগসহ আমাদের অবকাঠামোগত যে উন্নয়ন চলছে তা সবই শিক্ষার্থীদের গুণগত মানের উন্নয়নের জন্য। তিনি আশা প্রকাশ করে বলেন, মানসম্পন্ন গ্রাজ্যুয়েটস তৈরির মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় নিশ্চয়ই একটি ভালো অবস্থানে যেতে পারবে।

অপর বিশেষ অতিথি ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ধারাবাহিকতা দরকার। মেগাপ্রকল্পের জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। ট্রেজারার রবীন্দ্র-নজরুল কলা ভবন নির্মাণের সাথে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের কর্মকর্তাসহ ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে শ্রমিক পর্যন্ত সকলকেও ধন্যবাদ জানান। এসম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমও বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ, থিওলজি এন্ড ইসলামিক  স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ.ফ.ম. আকবর হোসাইন, কলা অনুষদের ডিন প্রফেসর ড. নেছার উদ্দিন আহমদ, প্রফেসর ড. মোঃ মিজানূর রহমান, দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট প্রফেসর ড. শেলীনা নাসরীন, ইংরেজি বিভাগের সভাপতি প্রফেসর ড. এ. এইচ. এম. আক্তারুল ইসলাম, প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান, প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *