ফেনী সদর থানা গেইটে রাতের আধারে এসপির নামফলক পুনরায় স্থাপন করেছে দুর্বৃত্তরা

আবদুল্লাহ রিয়েল:
ফেনী সদর মডেল থানা গেইটে পুলিশ সুপার রেজাউল হকের নামফলক ভাংচুরের ২দিন পর বৃহষ্পতিবার গভীর রাতে একই স্থানে স্থাপন করেছে দুর্বৃত্তরা।
সদর মডেল থানার ওসি রাশেদ খান চৌধুরী জানান, মঙ্গলবার দিন দুপুরে নামফলকটি ভাংচুরের পর থেকে বৃহষ্পতিবার মধ্যরাত পর্যন্ত ওই স্থানটি ফাঁকা ছিল। শেষ রাতে কে বা কারা পুর্বের একই ডিজাইনের নামফলকটি ওই লাগিয়ে দেয়। সকালে দেখতে পেয়ে আমরা বিষয়টি পুলিশ সুপারকে অবহিত করেছি। এর আগে নামফলক ভাংচুরের গোপন ছবি প্রকাশ হয়েছে ফেইসবুকে। ভাংচুরের ছবিতে দেখা গেছে মেয়র হাজী আলাউদ্দিন, কমিশনার নজরুল ইসলাম স্বপন মিয়াজি , সাইফুর রহমান সাইফু ,খোকন হাজারী , কহিনুর আলম, বাহার উল্যাহ বাহারসহ অধিকাংশ কাউন্সিলরকে।
প্রসঙ্গত, সদ্য পুলিশ সদর দপ্তরে বদলীর আদেশ প্রাপ্ত ফেনীর পুলিশ সুপার রেজাউল হক এর নাম ফলক টি মঙ্গলবার বিকালে প্রকাশ্যে গুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। গতকাল তাৎক্ষনিক সদর থানার ওসি রাশেদ খান ভাংচুরের ঘটনার জন্য মেয়রকে দায়ী করলেও কোন পদক্ষেপ নেয়নি।
এ ব্যাপারে পুলিশ সুপার রেজাউল হক জানান, নামফলকটি পুনরায় স্থাপনের ব্যাপারে নানা কৌতহলের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ৯জনের নাম উল্লেখ করে ২০ জনের বিরুদ্ধে একটি মামলা রুজু হয়েছে, তদন্ত চলছে।
এ ব্যাপারে পৌর মেয়র আলাউদ্দিন জানান, প্রবেশদ্বারটি পৌর সভার অর্থায়নে সংস্কার হয়েছিল । উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার কোন প্রতিনিধিকে জানানো হয়নি, তাই ক্ষোভে পৌরসভার কর্মচারীরার ভাংচুর করতে পারে।
Related News

মিরসরাই পৌরসভা নির্বাচন : সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় কাউন্সিলর পদপ্রার্থী
মিরসরাই প্রতিনিধি : মিরসরাই পৌরসভার সুষ্ঠ নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বলে দাবি করেছেন মিরসরাইRead More

ফেনীর স্টার লাইন ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডে ২৫কোটি টাকার ক্ষয়ক্ষতি | বাংলারদর্পণ
ফেনী : ফেনীর সদর উপজেলার পাঁচগাছিয়ার কাশিমপুর স্টার লাইন বিস্কুট ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার দিবাগতRead More