সোনাগাজী প্রতিনিধি>>
সোনাগাজীতে বাংলাদেশ আওয়ামী তথ্য-প্রযুক্তি লীগ’ সোনাগাজী শাখার আয়োজনে বুধবার সন্ধায় দলীয় কার্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহাজোটের প্রার্থী লেঃ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী। তিনি বলেন, দেশরত্ন শেখ হাসিনার তথ্য উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের সার্বিক তত্বাবধানে এদেশের তথ্য প্রযুক্তি ক্ষাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে বিজয়ি হয়ে মহাজোট সরকার গঠন করলে দেশের সর্বাধিক রপ্তানি খাত হবে তথ্য ও প্রযুক্তি শিল্প।
তথ্য-প্রযুক্তি লীগ’র সোনাগাজী শাখার সভাপতি আজগর আলির সভাপতিত্বে এবং সম্পাদক মোঃ টুইংকেল’র সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফয়েজুল কবির, উপজেলা চেয়ারম্যান কামরুল আনাম, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, যুগ্ন সম্পাদক- জহিরুল আলম, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, নুরুল ইসলাম ভুট্টো, মোশারফ হোসেন মিলন, উপজেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক- শেখ মামুন, প্রচার সম্পাদক সৈয়দ দীন মোহাম্মদ , ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক- নাছির উদ্দিন রিপন- উপজেলা ছাত্রলীগ সভাপতি রবিন চৌধুরী প্রমুখ।