সোনাগাজী প্রতিনিধি :
সোনাগাজীর উপকুলীয় চরচান্দিয়া ইউনিয়নের প্রান্তিক জনপদের অসহায়-দরিদ্র মানুষের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায়’। শনিবার উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিন পূর্ব চরচান্দিয়া গ্রামের আজিজুল হক মায়মুন আরা উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। জেলা স্বাস্থ্য বিভাগের সার্বিক সহযোগীতায় উক্ত মেডিকেল ক্যাম্পে মেডিসিন, গাইনী, সার্জারী, শিশু ও ডায়াবেটিস রোগের ১০ জন অভিজ্ঞ চিকিৎসক প্রায় ৬ শতাধিক রোগীকে সিকিৎসা সেবা ও ঔষধ প্রধান করেছেন। জেলা সিভিল সার্জন ডাঃ হাসান শাহরিয়ার কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান।
স্বেচ্ছাসেবী সংগঠন সহায় সদস্য সোলায়মান ডালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকার, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএম) ফেনী জেলা সাধারণ সম্পাদক ডাঃ সাহেদুল ইসলাম কাউসার, সিনিয়র সহকারী পুলিশ সুপার সার্কেল মোঃ রবিউল ইসলাম, সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নূরুল আলম, চরচান্দিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন, স্বেচ্ছাসেবী সংগঠন সহায়’র উপদেষ্টা মাহিনুর জাহান লাবনী।