ফেনী প্রতিনিধি :
শহীদ মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আফছার কে নিয়ে প্রকাশিত স্মরনিকার মোড়ক উম্মোচন করেন জেলা প্রশাসক আমিন উল আহসান
বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ মুক্তিযোদ্ধা কমান্ডার আফছারের ভাই গোলাম কিবরিয়া বাবুল, ভাগিনা মোহাম্মদ আনোয়ার সাদত সিদ্দিকী রতন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইসমাইল হোসেন,গেরিলা মুক্তিযোদ্ধা কমান্ডার কেএম খুরশিদ আলম ,ফেনী খেলাঘরের সভাপতি এ্যড. জাহাঙ্গীর আলম নান্টু, স্মরনিকা গ্রন্থের সম্পাদক সৈয়দ মনির আহাম্মদ,সোনাগাজী প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবুল হোসেন রিপন,তথ্য গবেষনা সম্পাদক ও জিএস টেককনোলজীর ব্যাবস্থাপনা পরিচালক মেহরাব হোসেন মেহেদী,সদস্য জহিরুল হক সজীব,কমরেড অাবু তাহের, অাবদুল্যাহ রিয়েল ,শরিয়ত উল্যাহ রিফাত।
উল্লেখ্য, ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে সোনাগাজী অঞ্চলের এফএফ কমান্ডার নুরুল অাফছার কে ১১ ডিসেম্বর ৭১ তারিখে সোনাগাজী থানায় গুলি করে হত্যা করেছিল কতিপয় বিপদ গামী মুক্তিযোদ্ধা।