নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর কোম্পানীগঞ্জে সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭.৩০ টার সময় কোম্পানীগঞ্জ ও দাগনভূঞার সীমান্তবর্তী তালের চারা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে জানা যায়, বসুরহাট থেকে দাগনভূঞা গামী সিএনজি তালের চারা নামক স্থানে পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে অবস্থানরতঃ ট্রলির সাথে ধাক্কা লেগে সিএনজি ধুমড়ে-মুচড়ে যায়। এসময় সিএনজি’তে থাকা ৩ জন যাত্রীর মধ্যে মারাত্মকভাবে আহত ১ জনকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সে ভর্তি করালে কর্তব্যরতঃ চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহতের বাড়ী কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ২ নং ওয়ার্ড়ের হায়দার আলী সারেং বাড়ীর জাফর উল্যাহর ছেলে বাদশা মিয়া(৩৫)।
অন্যদিকে আহত ২ জনকে স্থানীয়রা ফেনী সদর হাসপাতালে ভর্তি করান। সিএনজি ড্রাইভার আহত অবস্থাতে দূর্ঘটনার পরপরই পালিয়ে যায় বলে জানা যায়।