নোয়াখালী প্রতিনিধি:
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ২১ শে ফেব্রুয়ারি উপলক্ষ্যে নােয়াখালী জেলার হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপে ¯স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর উদ্যোগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও এক জমকালো মনােজ্ঞ সাংস্কৃ¯তিক অনুষ্ঠান আয়ােজন করা হয়। গত সোমবার নিঝুমদ্বীপ সিডিএসপি বাজার মাঠে অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিঝুমদ্বীপ ইউনিয়নের ০৭নং ওয়ার্ড মেম্বার মেহরাজ উদ্দিন মেহরাজ, বিশেষ অতিথি ছিলেন নিজাম উদ্দিন মেম্বার, আব্দুল আলী মেম্বার, কেফায়েত মেম্বার, খবির উদ্দিন মেম্বার। ১২টা ১মিনিট অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন নিঝুমদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহরাজ উদ্দিন মেহরাজ, ইউনিয়ন যুবদল, ইউনিয়ন ছাত্রলীগ সহ সামাজিক ও বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানরা। হাজারো দর্শকের সমাগমে মনােজ্ঞ সাংস্কৃ¯তিক অনুষ্ঠান পরিচালনা করেন নোয়াখালী নাট্যদল ও সুবর্ণচর সাংস্কৃ¯তিক একাডেমীর সভাপতি সাংবাদিক মােঃ ইমাম উদ্দিন (সুমন)। উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানটিতে অারো উপস্থিত ছিলেন নােয়াখালী নাট্যদলের শিল্পী এটিএন বাংলার পরিচিত মুখ মীম, শাবানা, বিপ্লব। সুবর্ণচর সাংস্কৃ¯তিক একাডেমীর ভারপ্রাপ্ত পরিচালক রহিম, নৃত্যশিল্পী সুজন, জয়নাল সহ অনেকে। অনুষ্ঠানটির সার্বিক সহযােগিতায় ছিলেন নিঝুমদ্বীপ সিডিএসপি বাজারের হােটেল সৈকতের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইমন উদ্দিন ইমন, মোঃ ইউনুছ, সাইফুল ইসলাম সাদ্দাম প্রমুখ।