মোঃ আলাউদ্দীন, চট্টগ্রাম ব্যুরো :
পাঠাও চট্টগ্রাম রাইডারের একুইজিশন টিমের বর্ষপূর্তি উপলক্ষে পথ শিশুদের মাঝে চিত্র অংকন প্রতিযোগিতা এবং বর্নাঢ্য র্যালির আয়োজন করে এরপর র্যালিটি কাজীর দেউড়ি, জামালখান, চকবাজার, প্রবর্তক মোড়, ২ নং গেইট ওয়াসা ইস্পাহানি হয়ে সিআরবি সাত রাস্তায় মোড়ে গিয়ে শেষ হয়।
চট্টগ্রাম রাইডার একুইজিশন টিম, বিজয়ী প্রথম তিনজনের মাঝে পুরস্কার বিতরণ পর পথ শিশুর মাঝে শিক্ষা উপকরণ সহ ফলমূল বিতরণ করা হয়।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঠাও এর বিভাগীয় প্রধান ইসফাক চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ রাসেদ হোসাইন, ক্লিনটন পিনারিও, মোঃ জাফর চৌধুরী সহ চট্টগ্রাম রাইডার একুইজিশন টিমের সদস্য বৃন্দ।