চট্টগ্রাম ব্যুরো : রাউজান থানার তালিকাভুক্ত সন্ত্রাসী ১১ মামলার আসামী মো. পারভেজ (৪০)কে তার দুই সহযোগীসহ গ্রেফতার করেছেন থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে বায়োজিদ থানাধীন অক্সিজেন এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার পরপরই পারভেজকে নিয়ে তার গ্রামের বাড়ি রাউজানের পশ্চিম গুজরার মগদায়ে পরিচালিত অভিযানে দুটি দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সন্ত্রাসী পারভেজ রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নে মগদাই গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র। তার অপর দুই সহযোগী হলেন কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন নীলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডস্থ ওলোচামারী আশ্রয়ন প্রকল্পের ৫নং ব্লকের মৃত নজির আহম্মদের পুত্র মনজুর আলম (৩৫) এবং কর্ণফুলী থানার উত্তর বন্দরের কোট্টা পাড়া এলাকার মৃত ইসমাঈল হোসেনের পুত্র বশির হোসেন (৩৩)।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সাইমুল ইসলাম ও এস.আই হাজী মহসীন রেজাসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের সহায়তায় বায়োজিদ থানাধীন অক্সিজেন এলাকা হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর পারভেজের তথ্যানুসারে গ্রামের বাড়ি মগদাইয়ে অভিযান পরিচালনা করে দেশীয় তৈরি দুটি একনালা বন্দুক ও ২ টি কার্তুজ উদ্ধার করা হয়। ১৬ নভেম্বর দুপুরে তাদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র, গুলি রাখার দায়ে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-এ(এফ) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়। তিনি আরো জানান, তালিকাভুক্ত সন্ত্রাসী পারভেজের বিরুদ্ধে ইতোপূর্বে রাউজান থানায় ১০টি এবং হাটহাজারী থানায় ১ টি মামলা রয়েছে।