নোয়াখালী কোভিড হাসপাতালের আইসিইউতে-ভেন্টিলেটর দিলেন ওবায়দুল কাদের

গিয়াস উদ্দিন রনি,নোয়াখালী”
করোনা রোগীদের চিকিৎসায় নোয়াখালী কোভিড হাসপাতালের জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি নিজস্ব তহবিল থেকে সর্বাধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ দুটি আইসিইউ-ভেন্টিলেটর দিয়েছেন।

সোমবার ( ২২জুন) দুপুরে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নিকট ভেন্টিলেটর দুটি হস্তান্তর করেন তিনি।

এসময় তিনি সরকারের পাশাপাশি জেলার সামর্থ্যবানদের স্বাস্থ্যসেবায় এগিয়ে আসার আহবান জানান।

উল্লেখ্য, আজই ভেন্টিলেটর দুটি নোয়াখালী সিভিল সার্জনের নিকট পৌঁছে দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *