রাউজানে দুর্যোগ মোকাবেলায় জরুরী সভা | বাংলারদর্পন

জরুরি বিজ্ঞপ্তি :

অব্যাহত প্রবল বর্ষনের কারনে রাউজান উপজেলার প্রায় সর্বত্র আকস্মিক বন্যা এবং জলাবদ্ধতা সৃস্টি হয়েছে। দুর্যোগ মোকাবেলায় আজ ৩ জুলাই মঙ্গলবার ১২টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে  এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

সংসদ সদস্য এবং রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি  এ বি এম ফজলে করিম চৌধুরী সভায় উপস্থিত থেকে দুর্যোগ মোকাবেলা, ক্ষয়ক্ষতি নিরুপন এবং পুনর্বাসনের বিষয়ে সার্বিক দিক নির্দেশনা প্রদান করেছেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে  দুর্যোগ মোকাবেলা, ত্রান বিতরন,  উদ্ধার  এবং দুর্যোগ সম্পর্কিত যেকোন তথ্য গ্রহন তথ্য প্রদান এবং সমন্বয়ের জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে।  দুর্যোগ মোকাবেলায় ১৪ টি ইউনিয়ন এবং পৌরসভার অনুকূলে ১০৯ টন খাদ্যশস্য ( চাউল ) বরাদ্দ দেয়া হয়েছে এবং যেকোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলাসহ ত্রান সামগ্রী বিতরনের নিমিত্ত সকল সরকারি কর্মকর্তা এবং কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। নিজে নিরাপদে থাকুন অন্যকেও নিরাপদে রাখুন মর্মে পরামর্শ দেয়া হয়েছে । 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *