আখেরি মোনাজাতের মধ্যদিয়ে ফেনীর ইজতেমা শেষ

অাবদুল্যাহ রিয়েল:
আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো ফেনীতে আয়োজিত আঞ্চলিক ইজতেমা। শনিবার দুপুর পৌনে ১২টায় মোনাজাত পরিচালনা করেন তবলীগ জামায়াতের প্রধান মুরব্বি মাওলানা মোহাম্ম যোবায়ের।
লাখো মুসল্লির সাথে মোনাজাতে অংশ নেন জেলা প্রশাসক মো. আমিন উল আহসান, পুলিশ সুপার রেজাউল হক পিপিএম, সিভিল সার্জন হাসান শাহরিয়ার কবীর, ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। এদিকে মােনাজাত শুরুর আগেই ইজতেমা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মুনাজাতে অংশ নিতে আসা মুসল্লিরা, রাস্তায়, বাসে, ট্রাকে, পার্শ্ববর্তী বিল্ডিং এর ছাদে অবস্থান নিয়ে মুনাজাতে অংশ নেয়। মানাজাতে অংশ নেয় শিশু, বৃদ্ধাসহ নারীরাও। ইজতেমার আশপাশের বাড়ীতে মুনাজাতে অংশ নিতে বিপুল পরিমান নারী উপস্থিত হয়।
এর আগে শনিবার সকাল থেকে ট্রাক, বাস, পিকআপ, সিএনজি চালিত অটোরিক্স, মোটর সাইকেলসহ বিভিন্ন যানবাহনে করে ইজতেমা মাঠে প্রবেশ করে মানুষ। মানুজাতে অংশ নিতে মুসল্লিরা মূল প্যান্ডেলের বাইরে জায়নামায, ছাটাই, প্লাস্টিক ও খবরের কাগজ বিছিয়ে মুনাজাতে অংশ নেয়।
Related News

মিরসরাই পৌরসভা নির্বাচন : সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় কাউন্সিলর পদপ্রার্থী
মিরসরাই প্রতিনিধি : মিরসরাই পৌরসভার সুষ্ঠ নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বলে দাবি করেছেন মিরসরাইRead More

ফেনীর স্টার লাইন ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডে ২৫কোটি টাকার ক্ষয়ক্ষতি | বাংলারদর্পণ
ফেনী : ফেনীর সদর উপজেলার পাঁচগাছিয়ার কাশিমপুর স্টার লাইন বিস্কুট ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার দিবাগতRead More