নয়াপল্টনে পুলিশের ওপর হামলা, অগ্নিসংযোগ : আটক ৬৫

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর পল্টনে পুলিশের সঙ্গে বিএনপি সমর্থকদের সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় করা তিনটি মামলায় প্রধান আসামি করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসকে।বুধবার রাতে দায়ের করা মামলাগুলোতে বিএনপির কয়েকজন নেতাকর্মীর নাম উল্লেখ করা বাকিদের ‘অজ্ঞাত’ হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলা নম্বর ২১, ২২ ও ২৩।

 

পল্টন থানা সূত্র জানিয়েছে, মামলার এজাহারে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট, হত্যার উদ্দেশ্যে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা প্রদান, সড়কে যানচলাচলে প্রতিবন্ধকতা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নের কথা উল্লেখ করা হয়েছে।

 

এ ব্যাপারে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হোসেন  বলেন, ‘মামলা ও আজ সকাল পর্যন্ত ৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *