ঢাকা হবে নেত্রীর স্বপ্নের ঢাকা : প্যানেল মেয়র ডেইজি সারোয়ার ★ বাংলারদর্পন

 

ডেস্ক রিপোর্ট : প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় তিলত্তমা ঢাকা,পরিচ্ছন্ন ঢাকা বাস্তবায়নে মরহুম আনিসুল হকের অসমাপ্ত কাজ এগিয়ে নেয়ার জন্য এ্যাকশনে নেমেছেন প্যানেল মেয়র ডেইজি সারোয়ার। অবৈধ ও দখলদারদের হাত থেকে ফুটপাত দখলমুক্ত করতে ইতিমধ্যেই তিনি মাঠে নেমে গেছেন।

জুলাই এর ২০/২২ তারিখ হবে।মিরপুরের দ্বীপ নগরে ৫২ একর জমির মধ্যে গড়ে উঠেছিল বস্তি ,ইটের ভাঁটা, দোকান ইত্যাদি অবৈধ স্থাপনা।আনিস ভাই লন্ডনে যাওয়ার আগে তিনি ও আমরা সেই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে আমাদের সিটি কর্পোরেশনের জায়গা উদ্ধার করি।পরিকল্পনা মোতাবেক এখানে আধুনিক কসাই খানা,পারকিং সহ আরো কিছু করা হবে।স্থানীয় সরকার দ্বারা এই কাজের উদ্বোধন করানো হবে।পরে তা আবার দখল হচ্ছিল যার ফলে আমরা আবার সেই জমি উদ্ধার করি।

নতুন বছরের শুরুতে ডেইজি সারোয়ার ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনকে সাথে নিয়ে কাজ শুরু করে দিয়েছেন। গত বুধবার তিনি রাজধানীর শেরে বাংলা নগর থানার গণভবন এলাকার ফুটপাতে যেসব অবৈধ স্থপানা ছিল সব গুড়িয়ে দিয়েছেন। একই সঙ্গে নতুন করে কেউ দখল করতে আসলে তাদের খবর আছে বলেও কড়া হুঁশিয়ারি দিয়েছেন।

ডেইজি সারোয়ার বলেন, ‘আনিস ভাইয়ের অসমাপ্ত কাজ করাই আমার প্রধান লক্ষ্য। তিনি চেয়েছিলেন দখলমুক্ত ঢাকা উত্তর। প্রশস্ত ফুটপাত দিয়ে যেন সাধারণ মানুষ চলাচল করতে পারে সেদিক বিবেচনায় নিয়ে আমরা আবারো মাঠে নেমেছি ‘।

তিনি আরো বলেন, আগামীকাল শনিবার আমি ডিএনসিসি অফিসে সবার সঙ্গে মিটিং করবো। কিভাবে কাজে গতি ফিরিয়ে আনা যায় সে বিষয়ে সুনির্দিষ্ট ফ্রেমওয়ার্ক তৈরি করা হবে। কোনো দখলদারদের কাছে প্রয়াত মেয়র যেমন মাথা নত করেননি, আমরাও করবো না। যেকোনো মূল্যে ঢাকা উত্তরকে সুন্দর এবং পরিচ্ছন্ন রাখতে নিরলসভাবে কাজ করে যাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *