আধুনিক কিন্ডারগার্টেন স্কুলের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

চট্টগ্রাম ব্যুরো :

আধার মানিক (অলিমিয়া হাট)-এ আধুনিক কিন্ডারগার্টেন স্কুলের পি এস সি পরীক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান ১৪ নভেম্বর বুধবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃসাহেদুল আলম(সাইদুল) এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক শাওন বড়ুয়ার পরিচালনায় বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্জ্ব খায়ের আহমদ বাবুল প্রধান আলোচক ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সহ-সভাপতি নাছির উদ্দিন। এতে আরও উপস্থিত ছিলেন ২০১৮-১৯ সেশনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়( বুয়েট)এ চান্সপ্রাপ্ত অত্র বিদ্যালয়ের প্রাক্তন কৃতি শিক্ষার্থী মোহাম্মদ জোবায়েদ হোসেন ও জেনিফা আকতার।

তারা বলেন জাতীয় উন্নয়নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রাথমিক শিক্ষা। একটা ভালো বীজ থেকেই সম্ভব একটা গাছ মহীরূহ হয়ে ওঠা। তেমনি মানসম্মত প্রাথমিক শিক্ষা জাতির ভবিষ্যত গঠন ও উন্নয়নের জন্য অপরিহার্য। প্রাথমিক শিক্ষাই হলো শিক্ষা ব্যবস্থার বীজ। আজ আমরা আধুনিক কিন্ডারগার্টেন স্কুলে প্রাথমিক স্তরের লেখাপড়া শেষ করে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে অধ্যয়ন করতেছি।মানসম্মত শিক্ষা একজন মেধাবী শিক্ষার্থীকে মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পারে।একজন সুশিক্ষিত শিক্ষার্থী পরিবার, সমাজ,সর্বোপরি রাষ্ট্রেকে আলোকিত করতে পারে।সভা শেষে বিদ্যালয়ের সমাপনী পরীক্ষার্থীদের মাঝে বিশেষ পুরস্কার প্রদান ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *