মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর শহরের রামনগরে বায়তুল আক্সা জামে মসজিদের ঢালাই কাজে আনুষ্ঠানিক উদ্বোধন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উদ্বোধন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ ফজলুল হক।
এসময় তিনি বলেন, মসজিদ হচ্ছে সামাজিক ভ্রাতৃত্ব বন্ধনের কেন্দ্র বিন্দু। মসজিদে ৫ ওয়াক্ত নামাজ আদায়ের পাশাপাশি মসজিদ থেকে ধর্মীও মূল্যবোধ এবং শিষ্টাচার শেখা যায়। সমাজের প্রতিটি মুসলমান যদি মসজিদ মূখি হয় তাহলে সামাজিক অপরাধ থাকবে না।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বায়তুল আক্সা জামে মসজিদের সভাপতি পৌর কর্মকর্তা আব্দুস সাত্তার, বিশিষ্ট ব্যাবসায়ী সাধারণ সম্পাদক জিয়াউল হক বাদল সহ সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল হাকিম, শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শাহ্ আলম, যুবলীগ নেতা হাজী পলাশ, রামনগর উন্নয়ন ক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী স্বপন, সাবেক ব্যাংক ব্যবস্থাপক আব্দুল কাদের, মহিলা কাউন্সিলর রোকেয়া বেগম লাইজু, শাহজাহান আলী, তাজুল ইসলাম তাজেল, জিয়াউর রহমান রিপন ও এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
রামনগর পৌর বায়তুল আক্সা জামে মসজিদের ভিত্তি প্রস্থর স্থাপন
