আবদুল্যাহ রিয়েল:
ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের মজুমদার হাটে বুধবার রাতে নিজ দলীয়দের গুলিতে তুহিন নামের এক যুবদল কর্মী আহত হয়েছে। তাকে গুরুতর অবস্থায় বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে বাপ্পি ও শাহ আলম সহযোগীদের নিয়ে তুহিনকে স্কুল মাঠের পাশে ডেকে নিয়ে যায়। সেখানে তাকে গুলি করে ফেলে যায়। সন্ধায় স্থানীয়রা উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে রাতেই আংশকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত তুহিন মীরগঞ্জ গ্রামের সুজাউল হকের ছেলে। তুহিন মজুমদারহাটে টেইলারিং দোকানে কাজ করে।
ফেনী মডেল থানার ওসি মো. রাশেদ খান চৌধুরী জানান, রাতেই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে গ্রেফতার করতে পারেনি। অভিযোগ পেলে দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।