ফেনী :
ফেনী ইজতেমায় জুমআ’র জামায়াত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরতলীর দেবীপুরে তবলীগ জামায়াত আয়োজিত তিনদিন ব্যাপী ইজতেমার দ্বিতীয় দিন এ জামায়াত অনুষ্ঠিত হয়। জামায়াতের ইমামতি করেন তবলীগ জামায়াতের প্রধান মুরব্বি মাওলানা মোহাম্মদ যুবায়ের।
জুমআ’র নামাযে অংশ নিতে সকাল থেকে হাজার হাজার মসুল্লি ইজতেমা মাঠে উপস্থিত হয়। মাঠের প্যান্ডেলে জায়গা না পেয়ে মাঠে ছাটাই, জায়নামাজ, পলিথিন ও পত্রিকা বিছিয়ে তীব্র গরমের মধ্যে আল্লাহর দিদার পেতে এক কাতাদের মিলিত হয় মুসল্লিরা। ইজতেমার ১০টি প্রবেশ ধার দিয়ে স্রোতের মুখে মানুষ ইজতেমা মাঠে প্রবেশ করছে। আয়োজকদের দাবী ২ লক্ষাধিক মানুষ এক সাথে জুমআ’র নামায় আদায় করেন।
ফেনীর ইতিহাসে এত বড় জামায়াত আর অনুষ্ঠিত হয়নি। সাম্প্রতিক সময়ে ফেনী সদর উপজেলার লস্করহাটের জামেয়া রশিদিয়া মাদরাসায় লক্ষাধিক লোকের জামায়াত অনুষ্ঠিত হয়। কিন্তু এ জামায়াতে তার চেয়ে কয়েকগুন বেশি মুসল্লি অংশ নেয়। এক ঐতিহাসিক জুমআ’র জামায়াতে আজ অংশ নিয়ে নামায আদায় করলাম। এত বিশাল জামায়াতে নামায আদায় করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।