আবু ইউসুফ মিন্টু-
উপজেলায় বিস্ফোরক মামলায় উপজেলা ছাত্রদল ও যুবদলের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার বিভিন্ন স্থান অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করলে ফেনীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেড আদালতের বিচারক আসামিদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মো ইয়াছিন (২৮),মির হোসেন মিরু (৩৭), মো ইসমাইল (৩২), মো বাবু (৩৫), মো পলাশ (২৬)।তারা সবাই পরশুরাম উপজেলার ছাত্রদল-যুবদলের সদস্য।
পুলিশ সূত্রে জানা যায়, পরশুরাম বাজারের বালিকা বিদ্যালয় সড়কে এবং মির্জানগর ইউনিয়নের সুবার বাজারে কালামের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায় গ্রেপ্তারকৃতরা। পরে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে পুলিশ বাদী হয়ে, গত ১ সেপ্টেম্বর প্রায় দেড় শতাধিক ব্যক্তিকে আসামি করে দুটি মামলা দায়ের করে।
পরশুরাম উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুল খায়ের লিটন বলেন, ‘গ্রেপ্তারকৃতরা সবাই উপজেলা ছাত্রদল ও যুবদলের উপজেলা কমিটির সদস্য।’
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত হোসেন বলেন,‘রোববার রাতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বিস্ফোরণ দ্রব্য আইনে এজহার নামীয় পাঁচ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’