ফেনী প্রতিনিধি >> গ্র্যান্ড হক টাওয়ারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করতে গেলে ফেনীর নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা কে দুপুরে ৩ঘন্টা অবরুদ্ধ করে রাখে গ্র্যান্ড হক টাওয়ারের ব্যাবসায়ীরা।
জানা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা অভিযানের সময় ভারতীয় শাড়ী বিক্রির অভিযোগে মায়াবী’র মালিককে জরিমানা পরে আটক করতে গিয়ে সৃষ্ট অপ্রীতিকর ঘটনা ঘটে।
৩ঘন্টা পর জেলা প্রশাসনের কর্মকর্তারা অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানাকে উদ্বার করে।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা ও মার্কেট মালিক সমিতির বক্তব্য সহ বিস্তারিত প্রতিবেদন অাসছে বাংলারদর্পন এ।