আবু ইউসুফ মিন্টু :
পরশুরাম উপজেলায় আবারও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বদলি হয়েছেন, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো রাসেলুল কাদের সোমবার নতুন কর্মস্থলে যোগদান করেছেন।
৫ নভেম্বর সোমবার পরশুরামে যোগদান করলে উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা ফুল দিয়ে বরণ করে নেন। এই সময় উপস্থিত ছিলেন বিদায়ী
ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো সাইফুল ইসলাম,সহকারী কমিশনার (ভুমি) হাছিনা আক্তার।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো রাসেলুল কাদের ২৮ তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা,তার বাড়ী কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায়।
মোহাম্মদ রাসেলুল কাদের এর আগে কক্সবাজারের পটিয়া উপজেলা কর্মরত ছিলেন। এছাড়াও এর আগে তিনি ফেনী সদরের সহকারী কমিশনার (ভুমি) হিসাবে কর্মরত ছিলেন।
২৪/০৪/২০১৬ তারিখে মনোয়ারা বেগম বদলি হওয়ার পর থেকে এই পর্যন্ত প্রায় ৯ জন ইউএনও বদলি হয়েছেন।
আহসান উদ্দিন মুরাদ গত ২৩/০৫/২০১৮ তারিখে যোগ দান করে জুলাইয়ের শুরুতে ঢাকায় প্রশিক্ষনে চলে যান। তার পর গত কিছুদিন ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো সাইফুল ইসলাম অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন।