ইসির সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐক্যফ্রন্ট

নিজস্ব প্রতিবেদক :

নির্বাচন কমিশন (ইসি) এর সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। আজ সোমবার বিকাল পৌনে ৪টায় রাজধানীর আগারগাঁওয়ের ইসি ভবনে এ বৈঠক শুরু হয়।

প্রধান নির্বাচন কমিশনার একেএম নূরুল হুদাসহ চার কমিশনার মো. রফিকুল ইসলাম, মাহবুব তালুকদার, কবিতা খানম ও শাহাদৎ হোসেন চৌধুরী এবং নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ বৈঠকে উপস্থিত রয়েছেন।

এদিকে, ঐক্যফ্রন্টের পক্ষে থেকে জাসদ জেএসডি সভাপতি আসম আবদুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না, বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়, বরকতুল্লাহ বুলু ও নঈম জাহাঙ্গীর বৈঠকে উপস্থিত রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *