দাগনভূঞা প্রতিনিধি :
দাগনভূঞা উপজেলা গেইটের সামনে সোমবার দুপুর ২ টা ২০ মিনিটের সময় আতাতুর্ক স্কুল মার্কেটের স্নরনী কম্পিউটার একাডেমীর মালিক কম্পিউটার শিক্ষক গোলাম সরওয়ার সোহাগ (৪৩) এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান সোহাগ হোন্ডা চালিয়ে উপজেলার দিকে যাচ্ছিল
নোয়াখালী অভিমুখি একটি ফিকাপ নোয়াখালী ড নং- ১১-০১০৭ নম্বরের গাড়ীটি অন্য একটি গাড়ীকে ওভারটেক করে সোহাগকে এসে ছাপা দেয়। এতে ফিকাপের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সোহাগ খুলনা সিটি কর্পোরেশনে বসু পাড়া এরশাদ আলী লেন এলাকার গোলাম নবীর ছেলে। তার জন্মস্থান নোয়াখালীর সোনাপুরে।