নিউজ ডেস্কঃ দেশে শান্তি শৃঙ্খলা ও উন্নয়নের দ্বারা বজায় রাখতে হলে বর্তমান সরকারকে ক্ষমতায় ঠিকিয়ে রাখতে হবে মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের তথ্য উপদেষ্টা, ফেনী জেলা জাতীয় পার্টির সভাপতি রিন্টু আনোয়ার। শনিবার (২০ অক্টোবর) দুপুরে সোনাগাজী উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাজী মো. আবু সুফিয়ানের ছেলের বিয়ে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, ফেনী-৩ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে প্রার্থীর ছড়াছড়ি থাকলেও যোগ্য প্রার্থীর অভাব রয়েছে। কিন্তু মহান আল্লাহর ওহি নাজিল হওয়া ছাড়া ফেনী -৩ ( সোনাগাজী -দাগনভুইয়া) আসনে জাতীয় পার্টির প্রার্থী পরিবর্তন হবে না। জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরি জাতিয় পার্টির চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাত করেছেন, তবে জাতীয় পার্টিতে যোগদান বা প্রার্থী হওয়ার বিষয়ে কোন অালাপ হয়নি।
রিন্টু আনোয়ার হুসেইন মোহামদ এরশাদের প্রশংসা করে বলেন,
এদেশের ভৌগলিক অবস্থার পরিবর্তন ও উন্নয়নের কারিগর হুসেইন মোহাম্মদ এরশাদ। আগামী নির্বাচনে জাতীয়পার্টি ভোটের ফ্যাক্টরই নয় জোটেরও ফ্যাক্টর। ইতোমধ্যে হুসেইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে সম্মিলিত জাতীয় জোট গঠন করা হয়েছে। ৩শ’ আসনে জাতীয় পার্টি প্রার্থীদের নাম ঘোষণা করলেও তফসীল ঘোষণার পর জাতীয় রাজনীতিতে নতুন মেরুকরণের পর জাতীয় পার্টির জনপ্রিয়তা জাতি দেখতে পাবে। আগামী নির্বাচনে তিনি জাতীয় পার্টি হোক আর মহাজোট হোক বা সম্মিলিত জাতীয় জোট হোক একজন প্রার্থী হিসেবে নির্বাচন করার সব প্রস্তুতি তিনি গ্রহন করেছেন। হুসেইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বে সরকার গঠন হলে এদেশে প্রাদেশিক সরকার গঠন করা হবে।
তিনি আরো বলেন ফেনী -৩ (সোনাগাজী -দাগনভূইয়া) আসনে জনগণের জন্য এমন একটি প্রার্থী দরকার, যিনি উন্নয়ন কাজ ভাগিয়ে এনে সততার সাথে জনগণের সার্থে বন্টন করবে এবং জনগণের আশাআকাঙ্খার প্রতিফলন ঘটাতে পারবে।
এসময় উপস্থিত ছিলেন ফেনী জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক খোন্দকার নজরুল ইসলাম, সোনাগাজী উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাজী মো. আবু সুফিয়ান, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, পৌর সভাপতি মানিক প্রমূখ।