নোয়াখালী সংবাদদাতাঃ
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির সহায়তায় অধিকার ফিরে পেলো নোয়াখালীর সেনবাগ উপজেলার দক্ষিন মোহাম্মদপুর গ্রামের মোমিনুল হক এর মেয়ে কামরুন নাহার নিপু।
জানা যায়, একই গ্রামের কবির আহম্মদ এর ছেলে আরিফুর রহমান রানার সাথে গত ১ জানুয়ারী ২০১৭ তারিখে নিপুর বিয়ে হয়। বিয়ের পর থেকে রানা মানষিক প্রতিবন্ধির ন্যায় অাচরন করলে দুজনের মধ্যে বিরোধ সৃস্টি হয়। এক পর্যায়ে দুপরিবার বিরোধ নিষ্ফত্তির জন্য স্থানীয় পঞ্চায়েত কমিটির মাধ্যমে দফায় দফায় বৈঠক করে সমাধান করতে পারেনি। ১৭ সেপ্টেম্বর ২০১৭তারিখে বাদিনী সেনবাগ ব্রাক অফিসকে লিখিতভাবে অভিযোগ দিলে, কয়েকদফা বৈঠক হলেও কোন ফল পাননি। এরপর জুলাই মাসে সেনবাগ থানায় অভিযোগ দিয়েও কোন সমাধান না পেয়ে সর্বশেষ গত ১সেপ্টেম্বর হিউম্যান রাইটস রিভিউ সোসাইটিকে বিষয়টি অবহিত করেন।
সংস্থার পক্ষ থেকে কেন্দ্রীয় অতিরিক্ত নির্বাহী পরিচালক কাজী মিজানুর রহমান মিস্টার এর নেতৃত্বে ৫সদস্যের পর্যবেক্ষণ দল গঠন করা হয়। উক্ত পর্যবেক্ষণ দল সরজমিনে পরিদর্শন করেন। সর্বশেষ ৩অক্টোবর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর কাজী অফিসে এক সালিশী সভার আহবান করা হয়। উক্ত সভায় বাংলারদর্পন সম্পাদক সাংবাদিক নেতা সৈয়দ মনির আহমদ, জাতীয় শ্রমিক লীগ সেনবাগ উপজেলা সাধারন সম্পাদক শওকত আলী ভুঞা, ইউনিভার্সেল একাডেমির শিক্ষক হেদায়েত উল্লাহ, কাজী নিজাম উদ্দিন, কাজী এনামুল হক সহ এলাকার বিপুল সংখ্যক লোকজনের উপস্থিতিতে উভয় পক্ষের বক্তব্য শুনে সামাজিক স্থিতিশীলতা ও ন্যায় বিচারের স্বার্থে বিরোধীয় বিষয়টি নিষ্ফত্তি করা হয়। এবং কামরুন নাহার তার পাওনা সকল স্বত্ব বুঝে পেয়ে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ সহ সংস্থার সকল কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।