তিন বছর গর্ভবতীর পর জন্ম দিলেন ছাগলের এক নারী

প্রবাস নিউজ বাংলার দর্পন-
তিন বছর গর্ভবতীর পর জন্ম দিলেন ছাগলের এক নারী তিন বছর গর্ভবতী থাকার পর একটি সন্তানের জন্ম দিয়েছেন। তবে সেটি মানবসন্তান নয়, বরং একটি ছাগল। নাইজিরিয়ার পোর্ট হারকোর্ট এলাকায় এ ঘটনা ঘটেছে। ‘ডেইলি পোস্ট’-সহ নাইজেরিয়ার একাধিক সংবাদপত্র এ সংবাদটি প্রকাশ করেছে। তথ্য অনুযায়ী, পোর্ট হারকোর্টের রুমুইয়োহা এনেকা এলাকার কারাকা কমিউনিটি হলে এই ছাগল প্রসব করেছেন ওই নারী। তিনি নিজে আবিয়া রাজ্যের বাসিন্দা, এবং তার স্বামী আকওয়া ইবম রাজ্যের বাসিন্দা। বিগত তিন বছর ধরে ওই নারী গর্ভবতী ছিলেন। তার পর যে শিশু তিনি প্রসব করেন, দেখা যায়, সেটির চেহারা একটি ছাগলের মতো।
« নোয়াখালী কৃতি শিল্পউদ্যোক্তা পারটেক্স গ্রুপের শওকত আজিজ রাসেল আটক (Previous News)
(Next News) নোয়াখালীর রাজাকার মোহাম্মদ আলী বিচারের আওতায় আসেনি »
Related News

সর্ব ইউরোপিয়ান আওয়ামী সোসাইটির’ উদ্যোগে মাতৃভাষা দিবস উদযাপন | বাংলারদর্পণ
গোলাম ফারুক >> যুক্তরাজ্যে ‘সর্ব ইউরোপিয়ান আওয়ামী সোসাইটি’ উদ্যোগে ভ্যার্চুয়াল অনুষ্ঠান ‘মহান ২১ শে ফেব্রুয়ারি’(২০২১)Read More