ফের কাশ্মীরে বোমা হামলায় ভারতীয় মেজর নিহত | বাংলারদর্পন

নিউজ ডেস্কঃ

পুলওয়ামার হামলায় রক্তের দাগ এখনও শুকায়নি, তার মধ্যেই ফের ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের রাজৌরিতে ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে নিহত হয়েছেন দেশটির সেনাবাহিনীর এক মেজর।

 

কাশ্মীরের নওসেরা সেক্টরে আইইডি নিষ্ক্রিয় করতে গিয়েছিলেন ওই সেনা কর্মকর্তা। তখনই বিস্ফোরণ ঘটে। ভারত-পাক সীমান্ত থেকে দেড় কিলোমিটার দূরে নওসেরা সেক্টরে ওই বিস্ফোরক রাখা ছিল। ভারতীয় সেনাবাহিনী বলছে, পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম ওই আইইডি রেখেছিল। ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করেছে ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা।

 

গত বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরায় সিআরপির কনভয়ে আত্মঘাতী হামলা চালায় জয়েশ-ই-মোহাম্মদের সদস্যরা। হামলায় নিহত হন ৪০ জওয়ান। আহত হয়েছেন আরো ৪১ জন। হামলার দায় স্বীকার করেছে পাক মদতপুষ্ট বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী জয়েশ-ই-মোহাম্মদ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *