বিনোদন ডেস্ক: সৃজিতের ‘রাজকাহিনি’ আসছে হিন্দি ভার্সনে, সিনেমার নামও জানেন অনেকে। ‘বেগমজান’ শিরোনামে সিনেমাটি মুক্তির অপেক্ষায়। আর সেই মুক্তির দিনক্ষণের ঘোষণা দিলেন স্বয়ং এই সিনেমার নায়িকা বিদ্যা।
আগামী ১৪ এপ্রিল মুক্তি পাবে ছবিটি। প্রধান চরিত্রে এখানে অভিনয় করেছেন বিদ্যা বালান। ‘বেগমজান’ এ হাত ধরে বলিউডে যাত্রা করছেন গুণী নির্মাতা সৃজিত।
তবে এ ছবির প্রেক্ষাপট বাংলা না, এখানে দেখানো হবে পাঞ্জাব এর দু’ভাগ করার গল্প নিয়ে। উল্লেখ্য, সে সময় একটি গণিকালয় চালাতেন বেগমজান। সেই চরিত্রে বিদ্যাকে দিয়ে অভিনয় করিয়েছেন সৃজিত। সেই গণিকালয়ের গল্প নিয়েই মহেশ ভাট ও মুকেশ ভাট প্রযোজনা করছেন।
এ ছাড়াও দেখা যাবে নাসিরুদ্দিন শাহ, গওহর খান, আশিস বিদ্যার্থী, চাঙ্কি পান্ডে, রাজেশ শর্মা প্রমুখকে।
‘বেগমজান’এ আনু মালিকের কম্পোজিশনে গান গেয়েছেন আশা ভোঁসলে।