বাহরাইন এয়ারপোর্টে জর্দান থেকে আসা শত শত নারী শ্রমিকদের ভিড় 

 

মোঃস্বপন মজুমদার, বাহরাইন :

জর্দান থেকে কর্মীদের ফিরে আসার কারণ খতিয়ে দেখে দায়ী এজেন্সি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া দরকার।

 

বুকভরা সপ্ন নিয়ে অল্প বয়সী থেকে নিয়ে মধ্যবয়সী নারী শ্রমিকরা পাড়ি জমিয়েছিলেন জর্দানে কিন্তু নানা নির্যাতন আর কোম্পানি ভাল না থাকার কারণে ভিসা বাতিল করে ফিরছেন তাদের মধ্যে একজনের সাথে কথা বলে জানা গেল এজেন্সি ভালো কাজ দেবে বলে তাদের কাছ থেকে লাখ খানিক টাকা নিয়ে পাঠিয়েছিল কিন্তু এখন খালি হাতে দেশে ফিরছেন।

ট্রানজিট ফ্লাইট থাকার কারণে বাহরাইন এয়ারপোর্ট হয়ে দেশে ফিরছেন এই সব নারী শ্রমিকরা।

 

তবে নানা হয়রানি আর নির্যাতনের কারণে নির্ধারিত সময়ের আগেই ফিরে আসতে বাধ্য হচ্ছে অনেক নারী কর্মী।

 

বিদেশে নারী শ্রমিকের চাহিদা বাড়ছে। সেখানে বাংলাদেশি নারী শ্রমিকের চাহিদা দিনদিন বাড়ছে। আমরা যদি মনে করি এতে নারী শ্রমিকের উন্নয়ন হচ্ছে তাহলে সেটা তাদেরকে ক্ষতির মুখে ফেলবে। তাই যে পরিমাণ নারী বিদেশে যাচ্ছে

 

তাদের ফেরত আসার পরিমান আমাদের জানা দরকার। একই সাথে কি কারণে এতো পরিমানের নারী শ্রমিক দেশে ফেরত আসছে তারও সঠিক কারণ বের করতে হবে। তাহলে নারী শ্রমিকদের আসল চাহিদা তৈরি করা সম্ভব হবে বলে মনে করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *