ফেনী প্রতিনিধি : জাতীয় পার্টির ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় অনুষ্ঠানে জাপা নেতা রিন্টু আনোয়ার বলন- জাতীয় পার্টিই দেশে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে গণতন্ত্র ও জাতীয়তাবাদের বিকাশ ঘটাতে পারে।
আজ ২৫আগস্ট শনিবার সকালে ফেনীস্থ তাকিয়া বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পার্টি ফেনী জেলা শাখা কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী, মতবিনিময়সভা ও মধ্যাহ্নভোজ সভায় সভাপতির বক্তব্যে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ’এর তথ্য উপদেষ্টা ও ফেনী জেলা জাতীয় পার্টি আহবায়ক রিন্টু আনোয়ার বলেন-হুসেইন মুহম্মদ এরশাদের ৯ বছরের শাসনামল ছিল দেশের ইতিহাসের স্বর্ণযুগ। গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখার স্বার্থে ’৯০ সালে এরশাদ স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করার পরপরই জাতীয় পার্টিকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়। যা এখনও অব্যাহত আছে। কিন্তু জনগণের অকুন্ঠ সমর্থনের কারণে কোনও ষড়যন্ত্রই জাতীয় পার্টির অগ্রযাত্রাকে ব্যহত করতে পারেনি। বরং সকল ষড়যন্ত্রের নাগপাশ ছিন্ন করে অতীতেরঃঁমশ যে কোনও সময়ের তুলানায় জাপা এখন অত্যন্ত শক্ত ভিত্তির ওপর দন্ডায়মান। একটি আধুনিক ও মানবিকক রাষ্ট্র গঠনে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের কোন বিকল্প নাই।
জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ইঞ্জিনিয়ার খন্দকার নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চেয়ারম্যনের বিশেষ উপদেষ্টা নাজমা আক্তার, বিশেষ অতিথি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাসনা হেনা, কেন্দ্রীয় নেতা আবুল কালাম মজুমদার,কেন্দ্রীয় নেত্রী নিগার সুলতানা, ফেনী জেলা জাতীয় পার্টি প্রবীন নেতা কুতুব উদ্দিন হায়দার। এসময় আরো বক্তব্য রাখেন-ছাগল নাইয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি মজিবুর রহমান বাবুল, দাগনভুঁইয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল ওয়াদুদ,পরশুরাম উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু ইউছুপ, ফুলগাজী উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ মিয়া,গাজীউল হক গাজী,রবিউল হক রবি, নুর নবী খোন্দকার, মীর ইউসুফ, রফিকুল ইসলাম,জাতীয় যুব সংহতি ফেনী কমিটির সভাপতি রেজাউল গনি পলাশ, সাধারণ সম্পাদক আবুল মনসুর নয়ন, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, জেলা ওলামা পার্টির আহবায়ক মাওলানা মজিবুল হক, জেলা শ্রমিক পার্টির আহবায়ক মাষ্টার শাহজাহান প্রমুখ। অনুষ্ঠানে জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রিন্টু আনোয়ার আরো বলেন,সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু এরশাদের নেতৃত্বেই মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে সত্যিকার জাতীয়তাবাদী শক্তির উত্থান ঘটেছে। তাই সকল জাতীয়তাবাদী শক্তিকে জাতীয় পার্টির পতাকাতলে সমবেত হয়ে এ দেশে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে গণতন্ত্র ও জাতীয়তাবাদের বিকাশ ঘটাতে হবে। স্বাধীনতার সুফল ও অর্থনৈতিক মুক্তি পল্লীবন্ধু এরশাদের নেতৃত্বেই সম্ভব।