চট্টগ্রাম ব্যুরো :
বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব ফরিদ মাহমুদ বলেছেন, বিশ্ব এখন আমাদের হাতের মুঠোয়। মুক্ত আকাশ সংস্কৃতির কারণে আমরা মত প্রকাশের অবাধ স্বাধীনতা ভোগ করছি। যদিও অপটিকেল পাইবার সংযোগ সংযুক্ত হতে আমরা কিছুটা সময় দেরি করে ফেলেছি, অন্যরা সেই ভুলটি করলেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যথাসময়ে যথার্থ সিদ্ধান্তের কারণে বাঙালি জাতির এ খাতে অপার সম্ভাবনার দুয়ার খুলে গেছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের মাধ্যমে আমাদেরকে আর অন্যের উপর নির্ভরশীল হতে হবে না। আমাদের নিজস্ব অর্থতো সাশ্রয় হবে, পাশাপাশি ভবিষ্যতে এ খাতে বৈদেশিক মুদ্রা উপার্জিত হবে। বিপুল একটা শ্রেণি ফ্রিল্যান্স কাজ করছে। তবে এটাকে শুধুমাত্র বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত না করে ন্যূনতম মান বজায় রেখে সমাজ পরিবর্তন ও রাষ্ট্রের অগ্রগতিতে নিজেদের কিভাবে সামিল করা যায়। আমাদেরকে সেই পথ অনুসরণ করতে হবে। নগরীর একটি অভিজাত রেঁস্তোরার হল রুমে বাংলাদেশ মিডিয়া ঐক্য জোট প্রাথমিক কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেছেন। সাংবাদিক সুজিত কুমার দাশের সভাপতিত্বে ও সীমান্ত বড়–য়ার সঞ্চালনায় এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, চিত্রনাংক পংকজ বৈদ্য সুজন। বিশেষ অতিথি ছিলেন, চ্যানেল এস’র চট্টগ্রাম ব্যুরো প্রধান ওসমান চৌধুরী, নাট্য পরিচালক নুরুল ইসলাম নুরু, গীতিকার লিয়াকত হোসেন খোকন, নগর যুবলীগ সদস্য এস.এম সাঈদ সুমন, শেখ নাছির আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সজল চৌধুরী, বিজয় ৭১’র সাধারণ সম্পাদক ডা. আর.কে. রুবেল, নারী নেত্রী সৈয়দা শাহানা আরা বেগম, সাংবাদিক ও গীতিকার আবছার উদ্দিন অলি, নাট্য পরিচালক মহসিন চৌধুরী, সমাজ সেবক শাহেদ হায়দার। উক্ত আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে গীতিকার ফারুক হাসান সভাপতি ও ফারদীন বাপ্পিকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট তিন মাসের জন্য অস্থায়ী কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রোবায়েত হোসেন, আব্দুল মোমেন খান, শেখ নজরুল মাহমুদ, উত্তম কুমার, সেলিম নওশীন, আইয়ুব মাহমুদ, রেজাউল করিম, এস.এম. সরওয়ার, ফয়েজ আহমেদ, মাহমুদ হায়দার জীবন, জনি বড়–য়া, এ বি বাকী, শামীম আরেফিন, এম.এ. খান মির্জা, জুনায়েদ হোসেন, জাহাঙ্গীর আলম সোহেল, বেলাল হোসেন রাজ, আরিফ রহমান, জুলিয়েট, আরিফুল ইসলাম শাওন, বাবুল, মঞ্জুর মোর্শেদ প্রমুখ।