ফেনীর বিলোনিয়ায় এক মাদক বিক্রেতার কারাদন্ড | বাংলারদর্পন

ফেনী প্রতিনিধি :

ফেনীর বিলোনিয়া সীমান্ত এলাকায় আজ রবিবার ভোরে ( ২২ জুলাই,) তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের আস্তানায় মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন, ফেনী। এ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।

 

তিনি জানান,  অভিযান পরিচালনা করা হয় পরশুরামের উত্তর বাউরখুমার ( বিলোনিয়া)  চোরাকারবারির গোপন তালিকায় থাকা মোঃ মনিরের বাড়িতে। তার বাড়ি থেকে উদ্ধার করা হয় ৪০০ গ্রাম গাজা। অভিযানের খবর পেয়ে পালিয়ে যান মোঃ মনির। তার বিরুদ্ধে পলাতক মামলা দায়েরের নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযান পরিচালনা করা হয় উত্তর বাউরখুমা গ্রামের ইয়াবা ব্যবসায়ী আব্দুল মান্নানের (৪৫) বাড়িতে। এ সময় ১০ ( দশ) পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয় আব্দুল মান্নানকে। আদালত আব্দুল মান্নানকে ২ বছরের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। আব্দুল মান্নানের বিরুদ্ধে ইতোপূর্বে দায়ের করা ৫টি মাদকের মামলা রয়েছে।

 

এছাড়াও অভিযান পরিচালনা করা হয় বিলোনিয়া সীমান্তবর্তী তালুক পাড়ার মাদক স্পটগুলোতে। এছাড়াও উত্তর বাউরখুমার তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী দেলোয়ার হোসেনের আস্তানায় হানা দেয় টাস্কফোর্স টিম।

আরো অভিযান পরিচালনা করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়েয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী শাহ আলম ছুট্টু ও আব্দুল জলিলের বাড়িতে। অভিযানের খবর পেয়ে তারা পালিয়ে যান।

 

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক মোঃ টিপু সুলতান ও জেলা পুলিশ ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *