মোঃ আলাউদ্দীন :
২১ জুলাই রাত ৩ ঘটিকার সময় র্যাব-৭ এর একটি চৌকষ দল চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া নতুন ব্রীজ সংলগ্ন পুলিশ বক্সের দক্ষিন পার্শ্বে গাড়ি তল্লাশী করে লন্ডন এক্সপ্রেস নামীয় ১টি যাত্রীবাহী বাস থেকে মোঃ হামিদুল ইসলাম কাজল (২১)কে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীর হাতে থাকা ব্যাগ তল্লাশী করে ৪১,৩৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ০২ কোটি ০৬ লক্ষ ৯৫ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামীদের চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।