বিএমএসএফ’র ৩য় জাতীয় কাউন্সিলের তফসিল ঘোষণা | বাংলারদর্পন 

ঢাকা ১৮ জুলাই ২০১৮: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম’র (বিএমএসএফ) ৩য় জাতীয় কাউন্সিলের ২০১৮ তফসিল ঘোষণা করা হয়েছে। বুধবার বিকেল ৫টায় বিএমএসএফ কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন কমিশনার এ্যাড: কাওসার হোসাইন এ তফসিল ঘোষণা করা হয়।

 

তফসিল অনুযায়ী আগামি ২১ জুলাই পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি ও জমাদান গ্রহন করা যাবে।  প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ফরম প্রদান ও গ্রহন করা হবে। অনলাইনেও ফরম বিক্রি ও গ্রনহন করা যাবে।  ২২ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহার ও ২৩ জুলাই চুড়ান্ত বৈধ মনোনয়ন পত্র ঘোষণা এবং ২৮ জুলাই বিকাল ৩টায় কাউন্সিল অনুষ্ঠিত হবে। জাতীয় প্রেসক্লাব ভিআইপি হলরুমে কাউন্সিল অনুষ্ঠিত হবে।

 

এ সময় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট, সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর, নির্বাচন কমিশন সদস্য মোমিন মেহেদী, কলিম এম জায়েদী, স্থায়ী কমিটির সদস্য আবুল কালাম আজাদ, জালাল উদ্দিন জুয়েল, জসিম মাহমুদ, ঢাকা জেলা কমিটির সদস্য ইভা খন্দকার প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *