বৃক্ষরোপনে জাতীয় পুরষ্কার লাভ করেছেন সাংসদ ফজলে করিম চৌধুরী

মোঃ আলাউদ্দীন’ চট্টগ্রাম থেকে:

 

 

বৃক্ষরোপনে সারা দেশের মধ্যে সেরা উপজেলা নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার ২০১৭ লাভ করেছেন রাউজানের সাংসদ, রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এম.পি। ১৮ জুলাই বুধবার বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০১৮ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও মাসব্যাপী বৃক্ষমেলা ২০১৮ উদ্বোধন অনুষ্টানে বৃক্ষরোপনে সারা দেশের মধ্যে শ্রেষ্টত্ব অর্জনের স্বীকৃতিসরূপ রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরীর  হাতে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার ২০১৭ প্রদান করেন।পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আসিনুল ইসলাম মাহমুদ, প্রতিমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, সংসদীয় কমিটির সভাপতি ড. হাছান মাহমুদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *