বালু উত্তোলনের বিরুদ্ধে প্রতিবাদ ও স্বরকলিপি প্রদান॥ সোনাগাজীতে বালু মহালে অগ্নিসংযোগ॥

 

ফেনী:
dc
ফেনী- ৩ আসনের স্বতন্ত্র সাংসদ রহিম উল্যাহ কর্তৃক মুহুরী প্রজেক্ট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্থ্য মৎস্য চাষী ও এলাকাবাসী মানববন্ধন করেছেন। ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে আমিরাবাদ ইউনিয়ন চেয়ারম্যান জহিরুল আলম জহিরের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন সোনাগাজী উপজেলা আ’লীগের সভাপতি ফয়েজুল কবির, সাধারন সম্পাদক ও  পৌর মেয়র এড. রফিকুল ইসলাম খোকন, ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি আজিজুল হক হিরন, বগাদানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কুদরতে খোদা মো. ইসহাক খোকন, চরদরবেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টু, আমিরাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আইয়ুব নবী ফরহাদ, ছাত্রলীগের সভাপতি ইফতেখার হোসেন খন্দকার প্রমুখ। সভায় বক্তারা নদীভাঙ্গন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন ক্ষতিগ্রস্থ মৎস্য চাষী ও একালাকাবাসী।

fb_img_1483345950805
এর আগে, রবিবার গভীর রাতে সাংসদ রহিম উল্যাহর ভাতিজার বালু মহলের ড্রেজার মেশিনে ফের অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা উপজেলার মুহুরি প্রজেক্ট সংলগ্ন বালু মহলের দুইটি ড্রেজার মেশিনে অগ্নিসংযোগ করে। এতে দুইটি ড্রেজার মেশিন সম্পুর্ন ভস্মিভুত হয়। ঘটনার পর সোমবার দুপুরে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সামছুল আলম সরকার ও সহকারী পুলিশ সুপার (গোয়েন্দা) আমিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় বালু মহলের নৈশ প্রহরী আমিন উল্যাহ পুলিশ কর্মকর্তাদের জানান, রবিবার রাত সাড়ে বারোটার সময় ট্রলার যোগে ১০/১৫ জনের অস্ত্রধারী ঘটনাস্থলে এসে ফাঁকা গুলিবর্ষন করে পেট্রল ঢেলে দুইটি ড্রেজার মেশিনে অগ্নিসংযোগ করে।বিষয়টি দ্রুত স্থানীয় মুহুরি প্রজেক্ট পুলিশ ক্যাম্পের সদস্যদের অবহিত করলে তার পৌঁছার পূর্বে ড্রেজার মেশিনগুলি আগুনে সম্পুর্ন ভস্মিভুত হয়ে যায়। এ বিষয়ে স্থানীয় স্বতন্ত্র সাংসদ রহিম উল্যাহ পুলিশ কর্মকর্তদের জানান,রাজনৈতিক বিরোধের জেরে প্রতিপক্ষের সমর্থকেরা ড্রেজার মেশিনগুলোতে অগ্নিসংযোগ করে। এতে আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়। প্রসঙ্গত , গত ৮ ডিসেম্বর রাতে একই কায়দায় দুর্বৃত্তরা আরো দুইটি ড্রেজার মেশিন পুড়িয়ে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *