যুক্তফ্রন্ট রূপ নিচ্ছে বিভক্তফ্রন্টে

নিউজ ডেস্ক :

দুই প্রধান দলের বাইরে গিয়ে চার রাজনীতিক ‘তৃতীয় শক্তি’ হওয়ার বাসনায় যুক্তফ্রন্ট গঠন করেন। গত বছর ডিসেম্বরে ঘোষিত এই জোটের আনুষ্ঠানিক কোনো কর্মসূচি দৃশ্যমান নয়। উপরন্তু, জোটের নেতৃত্ব নির্বাচন ও জাতীয় ঐক্যের প্রশ্নে নিজেদের ভেতরকার দ্বন্দ্ব আরও প্রকট হচ্ছে। জাতীয় ঐক্যে প্রতিষ্ঠিত ‘যুক্তফ্রন্ট’ এখন ‘বিভক্তফ্রন্টে’ রূপ নিয়েছে।

প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় বি. চৌধুরী নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের সঙ্গে ঐক্য গঠনের চেষ্টা করে আসছিল বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ লক্ষ্যে কিছু দৌড়ঝাঁপও করেন। তবে লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এতে সরাসরি বাঁধ সেধেছেন। ২০ দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতও চাইছে না জোটের পাশে স্থান পাক যুক্তফ্রন্ট।

সূত্র জানিয়েছে, তারেক রহমানের পক্ষ থেকে এই ঐক্য প্রক্রিয়ায় না যাওয়ার মূল কারণ বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। তিনি যুক্তফ্রন্টেরও আহ্বায়ক। তবে তাকে মোটেই পছন্দ করে না তারেক। আর সে কারণেই এই ঐক্যের সঙ্গে থাকতে চান না তিনি।

প্রথম থেকেই যুক্তফ্রন্টের নেতৃত্ব নিয়ে ড. কামাল ও বি. চৌধুরির মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। সম্প্রতি ড. কামাল হোসেন দৃঢ় কণ্ঠেই বলেছেন, কোনো ঐক্যে গিয়ে কারও নেতৃত্ব মেনে নেওয়া তার পক্ষে অসম্ভব। এই ঘোষণার সঙ্গে সঙ্গে নতুন এক ঐক্য প্রক্রিয়ার উদ্যোগ নিয়েছেন ড. কামাল। কামাল হোসেন যেমন বি. চৌধুরীর নেতৃত্ব মেনে নিতে চায় না। তেমনি বি. চৌধুরীও ড. কামাল হোসেনের নেতৃত্ব মেনে নিবে না। এ কারণে ড. কামালের যুক্তফ্রন্টে থাকা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

সুত্র জানায়, বি. চৌধুরীর সাথে মতপার্থক্যের জের ধরে যুক্তফ্রন্টে না থাকার গুঞ্জন ছড়ালেও মূলত বিএনপি ক্ষমতায় আসলে তাকে রাষ্ট্রপতি বানানো হবে- তারেক রহমানের এমন প্রলোভনে পড়ে যুক্তফ্রন্টে যোগ দিচ্ছেন না ড. কামাল। এ বিষয়ে আলোচনার জন্য ড. কামাল শীঘ্রই লন্ডন যাচ্ছেন বলেও জানায়।

আবার যুক্তফ্রন্টের কমিটি গঠন নিয়েও জোটের নেতাদের মধ্যে বিরোধ রয়েছে। নাগরিক ঐক্যের একজন নেতার নাম কমিটিতে অন্তর্ভুক্ত করার বিষয়ে ড. কামাল হোসেন ও মাহমুদুর রহমান মান্নার মধ্যে চরম আকারে মতবিরোধ দেখা দিয়েছে। এছাড়াও ড. কামাল কর্তৃক আবারো স্বেচ্ছাচারিতা করার চেষ্টা করা হলে মাহমুদুর রহমান মান্না উপযুক্ত জবাব দেয়াসহ জাতীয় ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দেন।

জাতীয় ঐক্য প্রক্রিয়ায় প্রতিষ্ঠিত যুক্তফ্রন্ট এখন ভাঙ্গনের পথে। নেতাদের মধ্যে দ্বন্দ্ব ও মতবিরোধের কারণে যুক্তফ্রন্ট বিভক্তফ্রন্টে রূপ নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *