‘নিজস্ব প্রতিবেদক :
কোটা সংস্কারের নামে গুজব ছড়িয়ে যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের কঠোর শাস্তির দাবিতে ছয় দফা কর্মসূচি ঘোষণা করেছে শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ।
রোববার (০১ জুলাই) দুপুর রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের আহ্বায়ক ও নৌমন্ত্রী শাজাহান খান।
সংবাদ সম্মেলন থেকে জামায়াত-শিবির ও স্বাধীনতা বিরোধীদের সরকারি চাকরি থেকে বরখাস্তেরও দাবি করা হয়।
এসময় নৌমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান ক্ষুণ্ণকারী, মুক্তিযুদ্ধে শহীদ এবং বঙ্গবন্ধুকে কটাক্ষকারীদের বিরুদ্ধে আইন করে রাষ্ট্রদোহী হিসেবে বিচার করা হোক। কোটা সংস্কার আন্দোলনে যারা ছাত্র হত্যার গুজব ছড়িয়ে যারা উস্কানি দিয়েছে এবং যারা ঢাবির ভিসি, ডিসির বাড়ি ভাঙচুর করেছে তাদের চিহ্নিত করে কঠোর শাস্তি দেয়া হোক।
তিনি বলেন, জামায়াত-শিবির ও স্বাধীনতা বিরোধীদের সরকারি চাকরিতে নিয়োগ দেয়া বন্ধ করা হোক।