তালিকাভুক্ত মাদক বিক্রেতাকে পুলিশে সোপর্দ করলেন যুবলীগ নেতা আনোয়ার খায়ের

ফেনী প্রতিনিধি : সোনাগাজী মডেল থানার তালিকাভুক্ত মাদক বিক্রেতা আবদুল জাব্বার (৫৫) কে পুলিশে সোপর্দ করলেন মজলিশপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার খায়ের।

 

১জুলাই রবিবার রাতে মজলিশপুর  মিয়াঝি ঘাট থেকে তাকে আটক করা হয়।  খবর পেয়ে, মডেল  থানার এস.আই রেদোয়ান আহমেদ জাব্বারকে উদ্ধার করে থানায় নিয়ে অাসেন।

 

পুলিশ জানান, উদ্ধারকৃত মাদক সহ তাকে আটক করা হয়েছে।  মাদক নিয়ন্ত্রন অাইনে মামলা রুজু করে অাদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

 

যুবলীগ নেতা আনোয়ার খায়ের জানান, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে সারাদেশে মাদক বিরোধি অভিযান চলছে। এ অভিযান সফল করতে আইনশৃঙ্খলা বাহিনি কাজ করতে, আমরা যুবলীগের পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে সর্বাত্বক সহযোগীতা করবো।

 

এসময়  ৮নং ওয়ার্ড  মেম্বার সাহাজান সাজু সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।

 

#বাংলারদর্পন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *